120 gk about indian history in bengali version

120 gk about  indian history in bengali version

120 gk about  indian history in bengali version

  1. ভারত ছাড় আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম - শান্তাবাঈ ভালেরাও
  2.  যে বিদেশি ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন – ভগিনী নিবেদিতা
  3.  ভগিনী নিবেদিতাকে ' ভারতীয় বিপ্লববাদের উদ্গাতা ' বলেছিলেন - ভুপেন্দ্রনাথ দত্ত
  4.  যে নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন - বিনা দাস
  5.  জয়শ্রী প্রত্রিকা প্রকাশ করেন - লীলা নাগ
  6. লীলা নাগ (রায়) যে সংঘের সঙ্গে যুক্ত ছিলেন - দীপালি ছাত্রীসংঘ
  7.  ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন - প্রীতিলতা ওয়েদ্দেদার
  8. প্রীতিলতা ওয়েদ্দেদারের বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হল - চট্টগ্রাম অভ্যুত্থান
  9. ভারতের বাইরে ভারতীয় নারীদের সামরিক কাজে লাগানোর প্রথম পরীক্ষামূলক উদ্যোগ নিয়ে ছিলেন - রানী ঝাঁসি
  10. রানী ঝাঁসি রেজিমেন্টের প্রধান দায়িত্বে ছিলেন - ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন
  11. আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় - ১৯৭৫ সালে
  12. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন - সতীশচন্দ্র মুখোপাধ্যায়
  13. ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল - ১৯০২ সালে
  14. কলকাতা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল - ১৯০৫ সালে
  15. আন্টি - সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল - ১৯০৫ সালে
  16. ভারতের যে আন্দোলনের ডাকে প্রথম নারীরা সারা দেয় - রাওলাট সত্যাগ্রহ (1919 সালে)
  17. ভারতী প্রত্রিকার সম্পাদক ছিলেন - সরলাদেবী চৌধুরানী
  18. বাসন্তীদেবী ও সুনীতি দেবী যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন - অহিংসা অসহযোগ আন্দোলন
  19. বাসন্তী দেবী ছিলেন - দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের স্ত্রী
  20.  বি - আম্মা নাম পরিচিত ছিলেন -আবিদা বানু
  21. বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম - কুমুদিনী বসু ( মিত্র)
  22. গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয় - ১৯৩০ সালে ১২ মার্চ
  23. ধরসানা লবন সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন - সরোজিনী নাইডু
  24. বোম্বাই লবন উৎপাদন কেন্দ্র আক্রমণে নেতৃত্ব দেন - কমলাদেবী চট্টোপাধ্যায়
  25. সত্যবালা দেবী ও আশালতা সেন যে আন্দোলনের সঙ্গে ছিলেন - আইন অমান্য আন্দোলন
  26. গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন - মাতঙ্গিনী হাজরা
  27. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল - ১৯৪২ সালে ,তমলুকে
  28. ভাগিনী সেনা সংগঠিত হয়েছিল - মেদিনীপুরের তমলুকে
  29. রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর আদর্শ প্রচার করেন - উষা মেহেতা
  30. অসমে ভারত ছাড় আন্দোলনে যে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন - কনকলতা বড়ুয়া
  31. রাম্পা উপজাতির বাস ছিল - গোদাবরী উপত্যাকায়
  32. Worker and peasants Party প্রতিষ্ঠিত হয় - ১৯২৮ খ্রিস্টাব্দে
  33. Worker and peasants Party যুক্ত ছিল - সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
  34. দ্বারভাঙা কিষান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন - স্বামী বিদ্যানন্দ
  35. সরলাদেবী চৌধুরানী স্থাপিত নারী সংঘের নাম - ভারত শ্রী মহামন্ডল
  36. Women India Association গড়ে উঠে ছিল - ১৯১৭ সালে
  37.  All Women Conference গড়ে উঠে ছিল - ১৯২৭ সালে
  38. যে প্রতীকে বয়কটের প্রস্তাব প্রচার করা হয় – সঞ্জীবনী
  39. লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠিত করেছিলেন - সরলাদেবী চৌধুরানী
  40. বাংলায় নারীসমাজ অরন্ধন দিবস পালন করেছিল - ১৯০৫ সালে ১৬ অক্টোবর
  41. প্রথম রাখিবন্ধন উৎসব উদযাপিত হয় - ১৯০৫ সালে ১৬ অক্টোবর
  42. বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে অরন্ধনের ডাক দিয়েছিলেন - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  43. নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক ছিলেন - শাস্তি দাস
  44. গান্ধীজি নারীদের প্রথম বিক্ষোভে সামিল করছিলেন - ১৯১৩ সালে দক্ষিণ আফ্ৰিকায়
  45. ১৯১৭ সালে যে মিশনের কাছে নারীরা ভোটাধিকার দাবি করেন - মন্টেগু চেমসফোর্ড
  46. তিন কাঠিয়া প্রথার অবসান ঘটে - ১৯১৭ সালে
  47. ভারতে গান্ধীজির দরিত্রিয়া সত্যাগ্রহটি হল - আহমেদাবাদ সত্যাগ্রহ
  48. আমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে - ৩৫ শতাংশ
  49.  গান্ধীজির নেতৃত্বে ভাড়াটে তৃতীয় সত্যাগ্রহটি হল - খেদা সত্যাগ্রহ
  50. গান্ধীজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত ও গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটায় সেটি হল - খেদা সত্যাগ্রহ
  51. কুনবি বলা হল -গুজরাটের কৃষকদের
  52. গান্ধীজি নেতৃত্বে খেদা আন্দোলন অনুষ্ঠিত হয় - ১৯১৮ সালে
  53. অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষকদের কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দেন - বীরেন্দ্রনাথ শাসমল
  54. একা কৃষক আন্দোলন হয়েছিল - ১৯২১ সালে
  55. একা আন্দোলন ঘটেছিল - অহিংসা কৃষক আন্দোলনের পর্যায়ে
  56. কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল - মাদারী পাশি
  57. উত্তরপ্রদেশে কৃষাণসভা গঠন করেন - জওহরলাল নেহেরু
  58. সারা ভারত কৃষাণসভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয় - ১৯৩৬ সালে ১১ এপ্রিল
  59. সর্বভারতীয় কৃষাণসভার প্রথম সম্পাদক ছিলেন - স্বামী সহজানন্দ
  60. বিজেলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয় - রাজস্থানে (১৯৩৬ সালে)
  61. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন - সিরাজ-উদ-দৌলা
  62. মিকাশিম তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেছিলেন - মুঙ্গেরে
  63. 63. ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল - 1782 সালে
  64. 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন - সতীশচন্দ্র মুখোপাধ্যায়
  65. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন - লর্ড ক্যানিং
  66. 1853 সালে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় - লর্ড ডালহৌসি
  67. 1911 সালে 12 ডিসেম্বর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ্ করার কথা ঘোষণা করেন - পঞ্চম জর্জ
  68. ভারতে নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয় - 26 নভেম্বর 1949 সালে
  69. ভারতের লৌহ মানব বলা হয় - সর্দার বল্লভভাই প্যাটেল
  70.  ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেয় - সম্রাট দ্বিতীয় শাহ আলম
  71.  স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিল - নিজাম
  72. ভারত ছাড় আন্দোলন কত সালে হয়েছিল - 1942 সালে (আগস্ট মাসে)
  73.  গান্ধী-আরউইন চুক্তি হয় - 1931 সালে
  74. ডান্ডি অভিযান হয় - 1930 সালে
  75. অহিংসা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় - 1921 সালে
  76. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল - 1835 সালে
  77. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন - স্যার উইলিয়াম জোন্স (1784 )
  78. বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন - ওয়ারেন হেস্টিংস
  79. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক হলেন - লর্ড ডালহৌসি
  80. দশম শিখ গুরু হলেন - গুরু গোবিন্দ সিং
  81. ফোর্ট উইলিয়াম দূর্গ প্রতিষ্ঠিত হয়েছিল - 1700 সালে
  82. ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা হলেন - আকবর
  83. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হলেন - শের শাহ
  84. শের শাহের প্রকৃত নাম হল - ফরিদ খাঁ
  85. সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিলেন - রাখালদাস বন্দ্যোপাধ্যায়
  86. সম্রাট বাবরের আসল নাম - জহিরউদ্দিন মহম্মদ বাবার
  87. মনসবদারী প্রথার প্রচলন করেন - আকবর
  88. 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল -মোঘল (ওরঙ্গজেব) ও শিবাজীর মধ্যে
  89. অলিনগরের সন্ধি হয়েছিল - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ-উদ-দৌলা মধ্যে (1757 সালে)
  90. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল - 1906 সালে
  91. ভারতে সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল - 1927 সালে
  92. মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয়েছিল - 1930 সালে
  93. ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন - মহম্মদ আলি জিন্নাহ
  94. ১৯২২ সালে স্বরাজ পাটির প্রথম সভাপতি ছিলেন - চিত্তরঞ্জন দাস
  95. 1919 সালের 13 এপ্রিল জালিয়ানাওলাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুর
  96. 96. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল - 1916 সালে
  97. 97. 1911 সালে কোন গভর্নর জেনারেলের সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় - লর্ড হার্ডিঞ্জ
  98. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন - অ্যালান অক্টাভিয়ান হিউম (1885 সালে)
  99. কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল -উমেশচন্দ্র ব্যানার্জী
  100. আলিগড় আন্দোলনের প্রবক্তা হলেন - স্যার সৈয়দ আহমেদ খান
  101. সিপাহ বিদ্রোহের প্রথম শহীদ - মঙ্গল পান্ডে
  102. আত্মীয়সভা ও ব্রাহ্মসভা প্রতিষ্ঠাতা হলেন -রাজা রামমোহন রায়
  103. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল - 1817 সালে
  104. ভারতের পার্লামেন্ট গঠিত হয় - রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে
  105. রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর নূন্যতম বয়স হবে - 35 বছর
  106. রাষ্ট্রপতি লোকসভায় ও রাজ্যসভায় কত জন সদস্য মনোনীত করতে পারেন - 2 জন ও 12 জন
  107. সীমান্ত গান্ধী বলা হতো - খান আব্দুলগফর খান কে
  108. সীমান্ত গান্ধীর অনুচরবৃন্দ বা বাহিনীকে বলা হত - লালকোর্তা
  109. বাংলায় স্বদেশী আন্দোলনের সূচনা করেছিল যে বিপ্লববাদী সংগঠন - অনুশীলন সমিতি ও যুগান্তর সমিতি
  110. মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবির প্রস্তাব গ্রহণ করেছিল - 1940 সালে
  111. নেতাজি 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল - সিঙ্গাপুরে
  112. দ্বিজাতি তত্বের ধারণার রূপকার হলেন - মাহমদ আলি জিন্নাহ
  113. সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন - 1939 সালে
  114. শিখদের মধ্যে খালসা প্রথা চালু করেন - গুরু গোবিন্দ সিং
  115. আকবর কবিপ্রিয় উপাধি দিয়ে ছিলেন – বীরবলকে
  116. সেন বংশের শেষ রাজা ছিলেন -লক্ষণ সেন
  117. গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন - 207 জন সদস্য
  118. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হয়েছিলেন - ডক্টর রাজেন্দ্র প্রসাদ
  119. ঢাকার অনুশীলন সমিতির নেতা ছিলেন - পুলিনবিহারী দাস
  120. ভারতে বিপ্লববাদের জননী - ভিকাজি রুস্তম কামা ।

    120 gk about indian history in bengali version 120 gk about  indian history in bengali version Reviewed by job guide on September 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.