life science question and answer

life science question and answer


life science question and answer

১. প্রশ্ন: মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: ৪
২. প্রশ্ন: শৈবাল কী?
উত্তর: বর্ণময়
৩. প্রশ্ন: ক্লোরেলা কি?
উত্তর: শৈবাল
৪. প্রশ্ন: ধান বাদামী হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: ছত্রাক
৫. প্রশ্ন: চোখ মেলে ঘুমায় কোন প্রাণী?
উত্তর: মাছ
৬. প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: মাছ
৭. প্রশ্ন: ICBN কিসের নামকরণ করে?
উত্তর: উদ্ভিদ
৮. প্রশ্ন: প্রজাতির আগের ধাপ কি?
উত্তর: গণ
৯. প্রশ্ন: Tenualosa ilisha কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: ইলিশ
১০. প্রশ্ন: Chromatofour কিসে সাহায্য করে?
উত্তর: সালোকসংশ্লেষণ
১১. প্রশ্ন: T. T. টিকা কিসের প্রতিশেধক?
উত্তর: ধনুস্তংকার
১২. প্রশ্ন: পাট থেকে আঁশ ছড়াতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাকটেরিয়া
১৩. প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ নয়–
উত্তর: হাম
১৪. প্রশ্ন: বহুকোষী নয়–
উত্তর: ম্যালেরিয়া জীবাণু
১৫. প্রশ্ন: প্রাণীজগতকে কয়টি দলে ভাগ করা যায়?
উত্তর: ৪০
১৬. প্রশ্ন: সরীসৃপ নয়–
উত্তর: ব্যাঙ
১৭. প্রশ্ন: উড়তে পারে না কিন্তু দৌড়াতে পারে–
উত্তর: উট
১৮. প্রশ্ন: কোনটি সম্পূর্ন ফুল নয়?
উত্তর: লাউ
১৯. প্রশ্ন: ‘ব্রাক্ট’ কি?
উত্তর: পাতা
২০. প্রশ্ন: রক্ত কিসের মধ্যদিয়ে প্রবাহিত হয়?
উত্তর: রক্তবাহিকা
২১. প্রশ্ন: মোট ওজনের কতভাগ রক্ত থাকে?
উত্তর: ৮
২২. প্রশ্ন: উচ্চ রক্ত বিশিষ্ট প্রাণী নয় কোনটি?
উত্তর: ব্যাঙ
২৩. প্রশ্ন: হিমোগ্লোবিন কি রুপে অক্সিজেন পরিবহন করে?
উত্তর: অক্সিহিমোগ্লোবিন
২৪. প্রশ্ন: দুধের শর্করাকে কি বলে?
উত্তর: ল্যাকটোজ
২৫. প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কি?
উত্তর: কেসিন
২৬. প্রশ্ন: মানব দেহে সাধারনভাবে ক্রোমোজোম থাকে-
উত্তর: ২৩ জোড়া
২৭. প্রশ্ন: কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –
উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য
২৮. প্রশ্ন: কোলেস্টেরল এক ধরনের-
উত্তর: অসম্পৃক্ত এলকোহল
২৯. প্রশ্ন: এপিকালচার বলতে বুঝায় –
উত্তর: মৌমাছির চাষ
৩০. প্রশ্ন: কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফার
৩১. প্রশ্ন: ফল পাকানোর জন্য দায়ী কী?
উত্তর: ইথিলিন
৩২. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
উত্তর: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
৩৩. প্রশ্ন: এনজিওপ্লাস্টি হচ্ছে-
উত্তর: হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
৩৪. প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তর: এডিস
৩৫. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: পানি সেচ
৩৬. প্রশ্ন: Anatomy শব্দের অর্থ-
উত্তর: শারীরবিদ্যা
৩৭. প্রশ্ন: কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
উত্তর: রেনিন
৩৮. প্রশ্ন: কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তর: লুইপাস্তুর
৩৯. প্রশ্ন: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
উত্তর: অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
৪০. প্রশ্ন: চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স
৪১. প্রশ্ন: উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: নাইট্রোজেনের
৪২. প্রশ্ন: মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৮ ইঞ্চি(প্রায়)
৪৩. প্রশ্ন: ক্যান্সার রোগের কারণ কি?
উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
৪৪. প্রশ্ন: মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি
৪৫. প্রশ্ন: বিলিরুবিন তৈরি হয়-
উত্তর: প্লীহায়
৪৬. প্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভরকরে?
উত্তর: মেলানিন
৪৭. প্রশ্ন: গাছের খাদ্য তালিকায় আছে
উত্তর: N, P, K, S ও Zn
৪৮. প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস–
উত্তর: গোয়ানিন
৪৯. প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন কে
৫০. প্রশ্ন: সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়—
উত্তর: লাল আলোতে ।
life science question and answer life science question and answer Reviewed by job guide on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.