Indian Geography Mcq

Indian Geography Mcq


১।পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী মহেন্দ্ৰগিরি।
২। পশ্চিম পাহাড়ের অপর নাম কী সহ্যাদ্রি পর্বত।
৩। নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে টোডা।
৪। গর্জনকোন শ্রেণির বৃক্ষ পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ।
৫।তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছেনাথুলা।
৬। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় ধান্দ।
৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে-কর্ণাটকে।
৮।ক্ৰান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই হিমাচল প্রদেশে।
৯।নােয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে তামিলনাড়ু।
১০।পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কোদাইকানাল।
১১।ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে পান্না ও কোলার।
১২।ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে পূর্ব উপকূলে।
১৩।পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত মালদহ।
১৪। কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত।
৮৮/, পূর্ব।
১৫| সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী ব্ৰহ্মপুত্ৰ।
১৬।আত্ৰেয়ী বা, আত্রাই নদীর তীরে আছে। কোন শহর বালুরঘাট।
১৭।গােরগারু কোন পাহাড়ের শৃঙ্গ অযােধ্যা।
১৮।হর মন্দির কে প্রতিষ্ঠা করেনগুরু অর্জন।
১৯।জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত চতুর্থ।
২০।বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বাঁকুড়া।
২১।ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে কার্শিয়াং।
২২।পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় মালদহ।
২৪।তাের্সা নদীর উৎপত্তি কোথায় চুম্বি উপত্যকা।
২৫।পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ক্ষয়জাত।
২৬।হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট সুবর্ণরেখা।
২৭।সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ কারাকোরাম।
২৮।রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে থ্রিয়ান।
২৯।ভারত ও ভূটানের সীমান্ত শহরের নাম কী ফুন্টশলিং।
৩০।নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে মহাকাল ।
৩১।সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ধূপগড়।
৩২।কোলার হ্রদ কোন দুটি নদীর সংযােগ স্থলে আছে কৃষা ও গােদাবরী।
৩৩।ভেম্বানাদ উপহ্রদ আছে কোন উপকূলে ।মালাবার।
৩৪।গঙ্গার ডান তীরের উপনদী কোনটিশোন।
৩৫।পাংগাং হ্রদ আছে কোথায় লাদাখ ।
৩৬।জাতীয় বননীতি কত সালে গৃহীত হয় ১৯৫২ সালে।
৩৭।পডসল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায় পশ্চিম হিমালয়।
৩৮।সিন্ধু নদের প্রধান উপনদী কোনটি শতদ্ৰু
৩৯।প্রাচীন পলি দিয়ে গঠিত মৃত্তিকাকে কী বলে ভাঙ্গর।
৪০।ভারতের কোন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা সর্বাধিক বােকারাে।
৪১ ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় তৈরি হয় রাশিয়া।।
৪২।ভারতের অভ্র কোথায় সর্বাধিক পাওয়া যায় বিহার।
৪৩।পামির মালভূমি ভারতের কোন দিকে রয়েছে উত্তর-পশ্চিম দিকে।
৪৪।শিবালিক পর্বতের উচ্চতা কত – : ৬০০-১,৫০০ মিটার।
৪৫।কোন নদীর ওপর মেত্তুর বাঁধ আছে|কাবেরী।।
৪৬।সাতপুরার সর্বোচ্চ শিখর কোনটি- ধূপগড়।
৪৭।সাতপুরার পূর্বাংশ কীনামে পরিচিত মহাকাল পর্বত।
৪৮।নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি(NEFA) কোন রাজ্যের পুরনাে নাম অরুণাচল প্রদেশ।
৪৯।নাঙ্গা পর্বতের উচ্চতা কত ,১২৬মিটার।
৫০।ভারতে সবচেয়ে বেশি কয়লা মজুত আছে কোন নদীর উপত্যকায় দামােদর।
৫১।তুঙ্গভদ্ৰা প্ৰকল্প কোন-কোন রাজ্যের । যৌথ উদ্যোগে গড়া আন্ধ্রা প্রদেশ ও কর্ণাটক।
৫২।ভারতের কোন রাজ্যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্টতৈরি হয় মহারাষ্ট্র।
৫৩।কোন পারমাণবিক শক্তি কেন্দ্র পুরােপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি কালপক্কম।
৫৪।কোন রাজ্যে সব থেকে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয় কৰ্ণাটক।
৫৫।হিনললা জলসেচ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে বীরভূম।
৫৬।তিস্তা-মহানদীর সংযােজক খাল পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে জলপাইগুড়ি।
৫৭।ন্যাশনাল ইনস্টিটিউট অফ : ওসানােগ্রাফি কোথায় আছে পানাজি।
৫৮।তালকী হিমালয়ে অবস্থিত হিমবাহ। জলপুষ্ট হ্রদকে তালবলা হয়।
৫৯।কয়েকটি তলের উদাহরণ দিন নৈনিতাল, ভীমতাল, ওকুচিয়াতাল, সাততাল, পুনাতাল ইত্যাদি।
৬০|গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত ,৬১৪ মিটার।
৬১।আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটিমাউন্ট আবু।
৬২।বানম কার উপনদী চম্বল নদীর।
৬৩।মধ্য প্রদেশের রাজধানী ভূপাল কোন দুটি নদীর মধ্যে অবস্থিত বেতােয়া ও ওপাধতী
৬৪।দোদাবেতা ও মাকুর্তি কোন পর্বতে অবস্থিত নীলগিরি।
৬৫।পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গগুলির নাম কী হরিশ্চন্দ্রগড়, মহাবালেশ্বর, কলসুবাই।
৬৬।পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম। কী ধলঘাট, ভােরঘাট।
৬৭।দোদাবেতার পাদদেশে কোন বিখ্যাত শৈলশহর অবস্থিত উদগামণ্ড বাউটি।
৬৮।কোন দুটি পর্বতের মাঝে পালঘাট অবস্থিত করিমালাই ও পাদগিরিমালাই।।
৬৯। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমুদি।
৭০।কার্ডামাম পাহাড়ের সবচেয়ে দক্ষিণের গিরিপথটির নাম কী শেঙ্কোটা।
৭১।পশ্চিমবঙ্গের কোথায় উলফ্ৰাম খনিজ পদার্থ পাওয়া যায় বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে।
৭২।পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের। পরিমাণ কত ১৭৫. সেন্টিমিটার।
৭৩।ট্রান্স হিমালয়ে সবচেয়ে উঁচু গিরিশৃঙ্গ কোনটি লিওপার্গেল।
৭৪। ন্যাপজোন কোথায় দেখতে পাওয়া যায়।পশ্চিম হিমালয়ে।

Indian Geography Mcq Indian Geography Mcq Reviewed by job guide on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.