120+ Bengali gk Read and Download
120+ Bengali gk Read and Download
- মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কোন পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ? ইমপিচমেন্ট
- চার্লি চ্যাপলিন রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ? : ট্রিগভি লাই
- ইথিওপিয়ার রাজধানী কী ? : আদ্দিস আবাবা
- বছরের কোন দিনটি বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবেপালিত হয় ? : ৩১ মে
- রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কেছিলেন ? : রায়গুণাকর ভারতচন্দ্র
- দা ব্যাঙ্ক বিগিনস উইথ ইউ-কোন ব্যাঙ্কের ট্যাগ লাইন ?
- সুস্থ মানুষের মিনিটে গড়“হার্ট বিট” কত ? : ৭০
- ভারতীয় জাতীয় কংগ্রেসেরআগে নাম কী ছিল ?: ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন
- প্রাচ্যের গ্রেট ব্রিটেন কোনদেশকে বলা হয় ? : জাপান
- জনসংখ্যার নিরিখে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কী ?: ভ্যাটিকান সিটি
- VAT- পুরো কথা কী ? : ভ্যালু অ্যাডেড ট্যাক্স
- রসুল আলি কার ছদ্মনাম ?: অবনীন্দ্রনাথ ঠাকুর
- পিসার হেলানো টাওয়ার কোন পাথরে তৈরি ? : মার্বেল
- বিশ্বের বৃহত্তম উপসাগর কী ? : মেক্সিকো উপসাগর
- রাষ্ট্রসংঘের মহাসচিবেরমেয়াদ কতদিনের ? : পাঁচ বছর
- কোন সালে বিশ্ব স্বাস্থ্যসংস্থা প্রতিষ্ঠিত হয় ? : ১৯৪৮ সালে
- কমনওয়েলথের সদস্য ক’টিমহাদেশের দেশ ? : ছটি
- নারকেল, তুলো, আখ ও ধানের মধ্যে কোনটি বাগিচা ফসল ? : নারকেল
- Project Tiger নামে ব্যাঘ্রসংরক্ষণ প্রকল্পটি কবে থেকে শুরু হয় ? ১৯৭৩
- প্রোটিনের কাঠামোগতমৌলিক একক (Basic Structural Unit)কোনটি ? : অ্যামিনো অ্যাসিড
- অ্যালুমিনিয়ামেরমূল আকরিককোনটি ?: বক্সাইট
- পাখির বাসা নিয়ে পড়াশোনা ও গবেষণাকে কী বলা হয় ? : নিডোলজি (Nidology)
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়? : ফিলিপিন্স
- The Argumentative Indian – কার লেখা? : অমর্ত্য সেন
- বিরুপাক্ষ মন্দির কোথায়? : কর্নাটক
- Rukmini Devi Arundale কী জন্য বিখ্যাত?: ইনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী
- ফরেন ইনটেলিজেন্স সার্ভিস কোন দেশের? : রাশিয়া
- IGNOAPS পুরো কথাটি কী? : ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওল্ডএজ পেনশন স্কিম
- পাতালরেলে বায়ুশোধনেরজন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? : হাইড্রোজেন পারক্সাইড
- কত সালে সতীদাহ প্রথারবিলুপ্তি হয়েছিল? : ১৮২৯
- কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরগান্ধিজিকে মহাত্মা উপাধি দেন? : ১৯১৫
- বাংলার আকবর কাকে বলাহত? : হুশেন শাহ
- পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি কারলেখা? : নবীনচন্দ্র সেন
- কত নম্বর ধারা বলে দেশেযুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করাযায়? ৩৫২
- TRS কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল? তেলাঙ্গানা
- চাকমা অধ্যুষিত রাজ্যকোনগুলি?: অরুণাচলপ্রদেশ ও ত্রিপুরা
- ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? : সর্দার বল্লভভাই প্যাটেল
- রাইকমল কার লেখা? : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- বছরের কোন দিনটি বিশ্বতামাক বিরোধী দিবস হিসেবেপালিত হয় ?: ৩১ মে
- কাকে “অর্থনীতির জনক” বলাহয় ? : অ্যাডাম স্মিথ
- কোন ধর্মের কোনও প্রতিষ্ঠিতধর্মগুরু, ধর্মগ্রন্থ বা দেবতা নেই ? : শিন্টোবাদ
- কোন বছর সারা দেশের ঘড়িরসময় ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ীস্থির করা হয় ? : ১৯৬৫
- কুরুক্ষেত্রে কোন রাজ্যেঅবস্থিত ? : হরিয়ানা
- ভারতের কোন প্রধানমন্ত্রীপ্রথম বাজেট পেশ করেন ? : জওহরলাল নেহেরু
- তামা ও টিনের সংকর ধাতুকেকী বলে ? : ব্রোঞ্জ
- কত ফুটে এক ফ্যাদম ? : ৬
- গাড়ির ব্যাটারিতে কোনঅ্যাসিড ব্যবহার করা হয় ? : সালফিউরিক অ্যাসিড
- কোন শহর আধুনিক ব্যাবিলননামে পরিচিত ? : লন্ডন
- দেশের প্রাচীনতমচিড়িয়াখানা কী ?: কলকাতার আলিপুরচিড়িয়াখানা
- মধ্যে এশিয়ার কোন দেশকে“গণতন্ত্রের দ্বীপ” বলা হয় ? : কিরগিজ়স্তান
- শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কী ?: টাইটান
- কে সুয়েজ খাল জাতীয়করণকরেন : গামাল আবদেল নাসের
- কোন বক্সার প্রথম তিন বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন ?: মহম্মদ আলি
- পরেশনাথ মন্দির কোন ধর্মেরতীর্থস্থান ? : জৈন
- কোন সালে মহাকাশে প্রথমপদচারণা করে মানুষ ? : ১৯৬৫
- আদিকাব্য কী ? : রামায়ণ
- “লিটল ভেনিস” কী ?: ভেনেজ়ুয়েলা
- উডসাহেবের এডুকেশ্যানাল ডেসপ্যাচ প্রকাশিত হয় – ১৮৫৪ সালে।
- কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠত হয় – ১৮৫৭ সালে।
- ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করেন – লর্ড কার্জন ১৯০৪ সালে।
- যাদবপুর বিশ্ববিদ্যালয়টি হল – জাতীয় শিক্ষা পরিষদের ফলশ্রুতি।
- শান্তিনিকেতনে বিশ্বভারতী স্থাপন করেন – রবীন্দ্রননাথ ঠাকুর।
- কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়টি হল – ভিক্টোরিয়া ইনস্টিটিউশন।
- কলকাতা মাদ্রাসা স্থাপন করেন – ওয়ারেন হেস্টিংস্ ১৭৮১ সালে।
- এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন – স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ সালে।
- বারণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন – জনাথন ডানকান ১৭৯২ সালে।
- শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন – উইলিয়াম কেরি।
- হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮১৭ সালে, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ।
- স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন – ডেভিড হেয়ার ১৮১৭ সালে।
- জেনারেল অ্যাসেমব্লিজ কলেজ প্রতিষ্ঠা করেন – আলেকজান্ডার ডাফ,
- কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮৩৫ সালে।
- কলকাতা জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় – ১৮৩৫ সালে।
- ভগিনী নিবেদিতা প্রতিষ্ঠিত বিদ্যালয়ের বর্তমান নাম – সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয়।
- ভারতের প্রথম কৃষি কলেজ প্রতিষ্ঠা করেন – গভর্নর জেনারেল লর্ড কার্জন ১৯০৪ সালে।
- আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন – সৈয়দ আহমেদ খান।
- হুগলী মহসীন কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮৩৬ সালে।
- বাংলা গদ্য সাহিত্যের প্রথম বই – কথোপকথন, ১৮০১ সালে প্রকাশিত।
- ফল পাকানোর জন্য কী ব্যবহৃতহয়? : ইথিলিন
- কম্পাঙ্কের একক কী? : হার্জ
- DNA-তে কী ধরনের শর্করাথাকে? : ডি অক্সিরাইবোজ়
- কাঁদানে গ্যাসে কোন গ্যাসমিশ্রিত থাকে? ক্লোরিন
- কোশপ্রাচীরহীনক্লোরোপ্লাস্টকেকী বলে? প্রোটোপ্লাস্ট
- কোষ শব্দটি প্রথম কে ব্যবহারকরেন? রবার্ট হুক
- ল্যাপিস লাজুলি কোন ধাতুরসঙ্গে যুক্ত?অ্যালুমিনিয়াম
- জল যৌগিক পদার্থ কে প্রমাণকরেন?ক্যাভেন্ডিশ
- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকবে শুরু হয়?১৯৫১ সালে
- কুণিক উপাধি গ্রহণ করেন কে?অজাতশত্রু
- সিন্ধু সভ্যতা আবিষ্কার করেনকে?রাখালদাস বন্দ্যোপাধ্যায়
- কলকাতা কর্পোরেশনের প্রথমমেয়র কে হন?দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
- গুপ্ত বংশে গ্রামেরপ্রধানকে কী বলা হত?গ্রামিকা
- খামাস গ্রন্থের রচয়িতা কে?আমির খসরু
- বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- NATO-র পুরো কথা কী? : NORTH ATLANTIC TREATY ORGANISATION
- ফন (FOHN) কী? : এক ধরনের গরম শুকনো বাতাস
- থাইল্যান্ডের পূর্বনাম কীছিল?: সিয়াম
- ইন্ডিয়ান স্কুল অব মাইনসকোথায়? : ধানবাদ
- মারডেকা প্যালেস কোনদেশে? : ইন্দোনেশিয়া
- : সকলোত্তরপথনাথ কোন রাজারউপাধি ছিল ?হর্ষবর্ধন
- সমুদ্রগুপ্তকে ভারতেরনেপোলিয়ন বলে অভিহিত করেনকে ? : ভিনসেন্ট স্মিথ
- কোন পাল রাজার উপাধিছিল বিক্রমশীল ? ধর্মপাল
- বায়োটিন কী ?: ভিটামিন H এর রাসায়নিক নাম
- উপক্ষার ডাটুরিন কোন রোগেরওষুধ তৈরি করতে ব্যবহৃত হয় ? : হাঁপানি
- কাব্যদর্শ-র রচয়িতা কে ? : দণ্ডী
- ভদ্রবাহু কে ছিলেন ? : একজন জৈন দার্শনিক
- প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালিকে ? : বিধানচন্দ্র রায়
- ব্যোমকেশ চরিত্রের স্রষ্টাকে ? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- নীল লোহিত কার ছদ্মনাম ? সুনীল গঙ্গোপাধ্যায়
- পং বাঁধ কোন নদীর উপরে ? বিপাশা
- ভারতের অ্যাটর্নি জেনেরাল কে নিযুক্ত করেন ?রাষ্ট্রপতি
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে ? : ২১ ফেব্রুয়ারি
- সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? কৃষ্ণকুমার মিত্র
- রুটির ঝুড়ি বলা হয় কোনদেশকে ?ইউক্রেন
- CGS পদ্ধতিতে বলের একক কী ?: ডাইন
- মানুষের হাত কোন শ্রেণি লিভার ?: তৃতীয়
- কাকে রাসায়নিক দূত বলা হয় ? : হরমোন
- পেন্সিলের শিস কীসের তৈরি ?: গ্রাফাইট
- BHC পাউডার কী প্রকৃতির ?: কীটনাশক
- ভ্যালি অফ ফ্লাওয়ারস ন্যাশনাল পার্ক কোথায় ? উত্তরা খণ্ড রাজ্যে।
- গ্রামসভা গঠন বাধ্যতামূলক করাহয়েছে সংবিধানের কততমসংশোধনের মাধ্যমে? ৭৩ তম।
- উইনিপেগ লেক কোথায়?কানাডা।
- TASS কী? রাশিয়ার নিউজ় এজেন্সি।
- Unaccustomed Earth কার লেখা?ঝুম্পা লাহিড়ী।
- Secret Intelligence Service কোনদেশের : ব্রিটেন।
- Continental Drift Theory কার?আলফ্রেড ওয়েগনার।
- Shevaroy Hills কোথায়? তামিলনাড়ুতে।
- BCCI পুরো কথা কী?বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেটইন ইন্ডিয়া।
120+ Bengali gk Read and Download
Reviewed by job guide
on
August 30, 2020
Rating:

No comments: