political Science questions in bengali

political Science questions in bengali

political Science questions in bengali


1. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট – 14 জন সদস্য নিয়োগ করতে পারে



2. কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে – সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী



3. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে – আমেরিকা থেকে I



4. রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় – 6 সপ্তাহ



5. রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন – মুখ্যমন্ত্রী



6. Suffrage এর অর্থ হল -ভোট দানের ক্ষমতা



7. হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে – রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে



8. সংখ্যালঘুদের সার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ধারা হল – 29 নম্বর ধারা



9. সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি – 31 জন



10. ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন – রাষ্ট্রপতি



11. ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়োগ হয় – হিমাচল হাইকোর্টে



12. পরিকল্পনা কমিশন গঠিত হয় – 1950 সালে



13. পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন – জওহর লাল নেহেরু



14. মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে – সুপ্রিম কোর্ট



15. জম্মু-কাশ্মীরের বিধান সভার সময়কাল – 6 বছর



16. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় – 44 তম সংবিধান সংশোধনীতে



17. কম্পট্রলার বা অডিটর জেনারেল নিয়োগ করেন – রাষ্ট্রপতি



18. বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে -50 তম নির্দেশাত্মক নীতিতে



19. সাংসদ না হয়েও সংসদকে সম্বোধন করার অধিকার থাকে – অ্যাটর্নি জেনারেলের



20. অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় – 76 এর 1 নম্বর ধারায়



21. প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নূন্যতম বয়স 25 বছর



22. রাষ্ট্রপতি দ্বারা বিল বাতিল করার ক্ষমতা হলো – ভেটো



23. যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের অধিকার – রাষ্ট্রপতির



24. আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে – তিন বার।



25. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হয় 356 নম্বর ধারায়



26. আর্থিক জরুরি অবস্থা জারি হয় – 360 নম্বর ধারায়



27. জতীয় জরুরি অবস্থা জারি হয় – 352 নম্বর ধারায়



28. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি



29. লোকসভার কার্যকাল মেয়াদ 5 বছর



30. রাজ্য সভার কার্যকাল মেয়াদ 6 বছর



31. যৌথ অধিবেশনে ভাষণ দেন – রাষ্ট্রপতি



32. অর্থ বিল উত্থাপিত হয় – লোকসভায়



33. অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন



34. লোকসভার সদস্য পদত্যাগ পত্র জমা দেন – স্পিকার কে



35. ভারতের লোকসভার প্রথম স্পিকার – জি.ভি. মাভলঙ্কার



36. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি



37. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর



38. হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর



39. হাই কোর্ট 226 নম্বর ধারা বলে লেখ্ (Write) জারি করতে পারে



40. সংবিধানের 163/1 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধিন ক্ষমতার কথা বলা হয়েছে



41. বিজেপির জন্ম হয় 1980 সালে



42. ফরওয়ার্ড ব্লকের জন্ম হয় -1939 সালে



43. নির্দেশ মূলক নীতি বর্ণিত আছে Part  V তে



44. 19-22 নম্বর ধারায় স্বধীনতার অধিকার বর্ণিত আছে



45. 51/ক নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে



46. সংবিধান সংশোধনী বিল পাস হয় – সংসদের উভয় কক্ষে



47. ভারতীয় গণপরিষদে মোট কমিটি ছিল – 22 টি



48. ইমপিচম্যান্ট করা যায় – রাষ্ট্রপতি কে



49. স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন – আর.কে চেত্তি



50. পুলিশ ও স্বশস্ত্র বাহিনীতে নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে পার্লামেন্ট – 33 নম্বর ধারায়



51. রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী আইন প্রণয়ন করলে তা বাতিল হয় – 13/2 নম্বর ধারায়



52. বল প্রয়োগের দ্বারা বেগার খাটানো যাবে না বলা হয়েছে – 23 নম্বর ধারায় ঈ



53. প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে 21/A নম্বর ধারায়





54. 14 বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ কথা বলা হয়েছে 24 নম্বর ধারায়



55. রাজ্য পালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতার কথা বলা হয়েছে 161 নম্বর ধারায়



56. পঞ্চায়েতের গঠণ সংক্রান্ত ধারা 243/C



57. নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে 324 নম্বর ধারায়



58. প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দানের কথা বলা হয়েছে – 350/A নম্বর ধারায়



59. জম্মু-কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে 370 নম্বর ধারা বলে



60. আইন স্বীকৃতি কর্তৃপক্ষ ছাড়া কোন ব্যাক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা – 300/A নম্বর ধারা বলে



61. 248 ধারা বলে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে – পার্লামেন্ট কে।

political Science questions in bengali political Science questions in bengali Reviewed by job guide on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.