WBCS Geography MCQ Question With Answer PDF

WBCS Geography MCQ Question With Answer PDF

WBCS Geography MCQ Question With Answer PDF



(1) কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল?
(A) 1947 (B) 1949 (C) 1950 (D) 1951
[WBCS 2005]
উঃ- (C) 1950
(2) পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল
(A) মাটি (B) বাতাস (C) সমুদ্র (D) পাথর
[WBCS 2005]
উঃ- (B) বাতাস
(3) 1956 সালের দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে __ শ্রেণিতে ভাগ করা হয়েছিল।
(A) দুই (B) তিন (C) চার (D) ছয়
[WBCS 2005]
উঃ- (B) তিন
(4) নিচের কোন দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি?
(A) মালদ্বীপ (B) মরিশাস (C) মালয়েশিয়া (D) থাইল্যান্ড
[WBCS 2005]
উঃ- (B) মরিশাস
(5) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়?
(A) শিল্প বৃদ্ধি (B) জনসংখ্যা বৃদ্ধি (C) স্বনির্ভরতা (D) উৎপাদনশীল নিয়োগ সৃৃষ্টি
[WBCS 2005]
উঃ- (B) জনসংখ্যা বৃদ্ধি
(6) বিশ্ব পরিবেশ দিবস হল
(A) আটই মার্চ (B) পাঁচই জুন (C) পয়লা জুলাই (D) একত্রিশে ডিসেম্বর
[WBCS 2005]
উঃ- (B) পাঁচই জুন
(7) জাতীয় উন্নয়ন পরিষদে আছেন
(A) প্রধানমন্ত্রী (B) সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ (C) পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ (D) উপরের সবাই
[WBCS 2005]
উঃ- (D) উপরের সবাই
(8) Pacific Tsunami Warning Centre কোথায় অবস্থিত?
(A) সান ফ্রান্সিসকো (B) সান্টিয়াগো (C) কোবে (D) হনলুলু
[WBCS 2005]
উঃ- (D) হনলুলু
(9) 'টাইটান' হচ্ছে
(A) শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র (B) একটি
যাত্রীবাহী প্রমোদ তরী (C) একটি
প্রাচীন শহর (D) ধাতব পদার্থ
[WBCS 2005]
উঃ- (A) শনিগ্রহের সর্ববৃহৎ চন্দ্র
(10) কোন বছর থেকে ভারতীয়
অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ
করা হয়েছে?
(A) 1980 (B) 1985 (C) 1991 (D) 2000
[WBCS 2005]
উঃ- (C) 1991
(11) হ্যামলেটেডে গ্রামীণ জনবসতি _
এর বৈশিষ্ট্য।
(A) মধ্যপ্রদেশ (B) বিহার (C) পাঞ্জাব (D)
হরিয়ানা
[WBCS 2005]
উঃ- (C) পাঞ্জাব
(12) পাটকই বাম পর্বতশ্রেণী _ ও _ এর
মধ্যে সীমান্ত গঠন করেছে।
(A) অরুণাচল প্রদেশ ও মায়ানমার (B)
মণিপুর ও নাগাল্যান্ড (C) আসাম ও
মেঘালয় (D) মেঘালয় ও নাগাল্যান্ড
[WBCS 2005]
উঃ- (A) অরুণাচল প্রদেশ ও মায়ানমার
(13) ভারতের ব্যারাইটের 98% ই __
রাজ্যে পাওয়া যায়।
(A) অন্ধ্রপ্রদেশ (B) রাজস্থান (C) বিহার
(D) মধ্যপ্রদেশ
[WBCS 2005]
উঃ- (A) অন্ধ্রপ্রদেশ
(14) দাক্ষিনাত্যের লাভা অঞ্চল সৃষ্টি
হয়েছিল
(A) Cretaceous যুগে (B) Jurassic যুগে (C)
Triossic যুগে (D) Cambrian যুগে
[WBCS 2005]
উঃ- (A) Cretaceous যুগে
(15) হিমবাহজ ধাপ কারেয়া দেখা যায়
(A) বিতস্তা উপত্যকায় (B) তিস্তা
উপত্যকায় (C) চন্দ্রভাগা উপত্যকায় (D)
ইরাবতী উপত্যকায়
[WBCS 2005]
উঃ- (A) বিতস্তা উপত্যকায়
(16) বলতোড়া হিমবাহ __
পর্বতশ্রেণীতে অবস্থিত।
(A) কারাকোরাম (B) কৈলাস (C)
পীরপাঞ্জাল (D) লাদাখ
[WBCS 2005]
উঃ- (A) কারাকোরাম
(17) ফেডচেঙ্কো, বিয়াফো ও হিসপার
নামগুলি হিমালয়ের __ এর সাথে জড়িত।
(A) হিমবাহ (B) হ্রদ (C) শৈলাবাস (D) বৃক্ষ
[WBCS 2005]
উঃ- (A) হিমবাহ
(18) ভারতের জনসংখ্যার স্বাভাবিক
বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল __ দশকে।
(A) 1961-71 (B) 1981-91 (C) 1941-51 (D)
1921-31
[WBCS 2005]
উঃ- (B) 1981-91
(19) আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় __ এর সমান।
(A) হাঙ্গেরি (B) ভিয়েতনাম (C)
ডেনমার্ক (D) সুইৎজারল্যান্ড
[WBCS 2005]
উঃ- (A) হাঙ্গেরি
(20) কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত
হয়েছিল?
(A) 1905 (B) 1919 (C) 1935 (D) 1947
[WBCS 2005]
উঃ- (A) 1905
(21) ভারতের আয়তনের শতকরা __ অংশে
বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০
সেমির বেশি।
(A) 11 (B) 21 (C) 37 (D) 15
[WBCS 2005]
উঃ- (A) 11
(22) __ রাজ্যে বসবাসকারী তপশিলী
জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি।
(A) কর্নাটক (B) উড়িষ্যা (C) ঝাড়খন্ড (D)
মধ্যপ্রদেশ
[WBCS 2005]
উঃ- (D) মধ্যপ্রদেশ
(23) তপশিলী উপজাতির জনসংখ্যার
অনুপাত __ রাজ্যে সবচেয়ে বেশি।
(A) নাগাল্যান্ড (B) মেঘালয় (C) মণিপুর
(D) মিজোরাম
[WBCS 2005]
উঃ- (D) মিজোরাম
(24) পশ্চিমবঙ্গ __ এর মধ্যে অবস্থিত।
(A) 85°50'E - 89°50'E (B) 85°30'E - 90°E (C)
85°E - 89°30'E (D) 85° E - 90°E
[WBCS 2005]
উঃ- (A) 85°50'E - 89°50'E
(25) পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন
প্রথম কবে প্রকাশিত হয়?
(A) 2001 (B) 2002 (C) 2003 (D) 2004
[WBCS 2005]
উঃ- (D) 2004
WBCS Geography MCQ Question With Answer PDF WBCS Geography MCQ Question With Answer PDF Reviewed by job guide on January 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.