Important Gk in Bengali
Important Gk in Bengali
প্রশ্ন : ‘লাহোর প্রস্তাব’ কে, কবে ঘোষনা করেন?
উঃ এ. কে. ফজলুল হক। ২৩ মার্চ, ১৯৪০।
প্রশ্ন : ব্রিটিশ ভারত কবে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩৭ সালে।
প্রশ্ন : বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উঃ এ,কে ফজলুল হক।
প্রশ্ন : মাষ্টারদা সূর্যসেন কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন করেন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৩০।
প্রশ্ন : মাষ্টারদা সূর্যসেনের সাথে
কোন মহিলা বিপ্লবী ছিলেন?
উঃ প্রীতিলতা ওয়েদ্দেদার।
প্রশ্ন : ভারতীয়দের নিকট শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য লর্ড ওয়াভেলের স্থলে কে আসেন?
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন : ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন : স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয় কবে?
উঃ ১৫ আগস্ট ১৯৪৭ সালে।
প্রশ্ন : স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে?
উঃ ১৪ আগস্ট ১৯৪৭ সালে।
প্রশ্ন : প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উঃ তিতুমীর।
প্রশ্ন : তিতুমীর এর প্রকৃত নাম কি?
উঃ মীর নিসার আলী।
প্রশ্ন : তিতুমীর এর জন্মগ্রহন কোথায়?
উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে।
প্রশ্ন : নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে?
উঃ ১৮৩১ সালে।
প্রশ্ন : বাশেঁর কেল্লা পরিকল্পনা করেন কে?
উঃ গোলাম মাসুম।
প্রশ্ন : নারিকেলবাড়ীয়ার প্রথম যুদ্ধে কোন ইংরেজ পরাজিত হয়?
উঃ আলেকজান্ডার।
অন্যান্য জিকে
কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়?= ১৯১১ খ্রিঃ।
কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়?= ১৯১৩ খ্রিঃ।
কত সালে নৌ বিদ্রোহ ঘটে?=১৯৪৬ খ্রিঃ।
কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়?=১৯১৪-১৯১৮ খ্রিঃ।
কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?= ১৯০৫ খ্রিঃ ১৬ ও
কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?=১৯০৬ খ্রিঃ ১৬ই অক্টোবর।
কত সালে সতীদাহপ্রথা উচ্ছেদ হয়?=১৮২৯ খ্রিঃ।
প্রশ্ন ১: Queen of Baltic কোন শহরকে বলা হয় ?
উত্তর: স্টকহোম
প্রশ্ন ২: কততম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে ভারতের অন্তর্ভুক্ত হয় সিকিম ?
উত্তর: ৩৬
প্রশ্ন ৩: প্রয়াত হলেন তামিল কবি কবিক্কো। কী তাঁর আসল নাম ?
উত্তর: এস আবদুল রহমান
প্রশ্ন ৪: ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ?
উত্তর: ৭
প্রশ্ন ৫: দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কোথায় ?
উত্তর: দমন
প্রশ্ন ৬: The Daily Courant কী ?
উত্তর: ইংল্যান্ডের প্রথম সংবাদপত্র। প্রকাশকাল ১৭০২। তারিখ ১১ মার্চ
প্রশ্ন ৭: কোন প্রধানমন্ত্রীর আমলে গঠিত হয় মণ্ডল কমিশন ?
উত্তর: মোরারজি দেশাই
প্রশ্ন ৮: কিকলি লোকনৃত্য কোন রাজ্যে প্রসৃদ্ধ ?
উত্তর: পঞ্জাব
প্রশ্ন ৯: লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিট কেন বিখ্যাত ?
উত্তর: এটি যুক্তরাজ্যের সদর দপ্তর
প্রশ্ন ১০: প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কী ?
উত্তর: CaSO4•1⁄2H2O
প্রশ্ন ১১: নোমাডিক এলিফ্যান্ট কী ?
উত্তর: ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন অভিযান
প্রশ্ন ১২: অপারেশন সুলাইমানি কোন রাজ্যে চালু হয়েছে ?
উত্তর: কেরালা
প্রশ্ন ১৩: Alphabet Soup for Lovers - কার লেখা বই ?
উত্তর: অনিতা নায়ার
প্রশ্ন ১৪: দাত্তু ভোকানাল কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর: রোয়িং
প্রশ্ন ১৫: সোয়াবিনে কোন অ্যাসিডের আধিক্য ?
উত্তর: ফাইটিক অ্যাসিড
প্রশ্ন ১৬: ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে- কবে ?
উত্তর: ২৬ এপ্রিল
প্রশ্ন ১৭: ৬৩ দিন টানা অনশনের পর দেশের জন্য প্রাণ দেন কে ?
উত্তর: যতীন্দ্রনাথ দাস
প্রশ্ন ১৮: ১৯২৮ সালে কে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন ?
উত্তর: মতিলাল নেহরু
প্রশ্ন ১৯: দা ডেকান রায়ট কবে হয়েছিল ?
উত্তর: ১৮৭৫ সালে
প্রশ্ন ২০: ভারতের প্রথম সয়েল মিউজ়িয়াম কোথায় স্থাপিত হয় ?
উত্তর: কেরালা
উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ ।দৈনন্দিন বিজ্ঞান
বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ জিকে
১। সবচেয়ে বেশি পটাসিয়াম পাওয়া যায়- ডাবে২। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে-হাইপোথ্যালামাস
৩। স্ট্রিকনিন কোথায় থাকে ?
- কুচেলা গাছের নীচে
৪। ইলেকট্রিক বাল্বে কী থাকে ?
- নাইট্রোজেন গ্যাস
৫। বায়ুতে কোন গ্যাসের উপস্থিতিতে রৌপ্য মুদ্রা কালো হয় ?
- হাইড়্রোজেন সালফাইড
৬। সাবানের বুদবুদ রঙ্গিন দেখার কারণ কী ?
- ব্যতিচার ক্রিয়া
৭। কোন জিনের কারণে ক্যান্সার হয় ?
- অঙ্কজিন
৮। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী
- মাউস লেমুর
৯। শৈশবে থ্যাইরক্সিন হরমোন কম ক্ষরণে কোন রোগ হয় ?
- ক্রিটিনিজম
১০ । রক্ত শূন্যতা দেখা দেয় কিসের কারণে ?
- আয়রণের
১১৷ মানুষ যে খনিজ পদার্থ বেশী খায়?
-ক্যালসিয়াম ।
–
১২৷স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয়?
-ক্যারেট দিয়ে ।
–
১৩৷ কাগজে ঘষলে দাগ কাটে?
-লেড ।
–
১৪৷ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়?
-অ্যালুমিনিয়াম ।
–
১৫৷ একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী?
-গ্রাফাইট ।
১৬৷ ছুরি দ্বারা সহজে কাটা যায়?
-সোডিয়াম ।
১৭৷ সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে
বিক্রিয়ায় জ্বলে ওঠে?
সোডিয়াম ।
১৮৷ আতশবাজি ও ফটোগ্রাফির ফ্লাশ পাওডার
তৈরীতে ব্যবহৃত হয়?
-ম্যাগনেসিয়াম ।
১৯৷ সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয়?
-ম্যাগনেসিয়াম ।
২০৷ নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবান
পাথরগুলো ?
-অ্যালুমিনিয়ামের যৌগ ।
–
২১৷ পানি পরিশোধনে ব্যবহৃত হয়?
-ফিটকিরি ।
–
২২৷ ল্যাবরেটরিতে শুস্ককারক ও নিরুপক হিসাবে
ব্যবহৃত হয়?
-কুইক লাইম ।
–
২৩৷ উড়োজাহাজ বা মোটরগাড়ির খোলস তৈরী
হয়?
-ডুরালুমিন (অ্যালুমিনিয়াম) দিয়ে।
–
২৪৷ চাঁদের নাম অনুসারে মৌলের নাম?
-সেলিনিয়াম ।
–
২৫৷ হ্যালোজেন অর্থ?
-সামুদ্রিক লবন উৎপাদক
–
২৬৷ ডিনামাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান?-নাইট্রোক্লিয়াফিল ।
Important Gk in Bengali
Reviewed by job guide
on
January 06, 2019
Rating:
No comments: