Geography Gk In Bengali

 Geography Gk in Bengali 



1.উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে?

উঃ বিন্ধ্য পর্বতকে।

2. ভারতের প্রধান নদীর নাম কী?

উঃ গঙ্গা।

3. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

উঃ ২৫১০ কিমি।

4. গঙ্গার গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায়? কী কী?

উঃ তিন ভাগে। উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি।

5. গঙ্গার উৎপত্তি কোথায়?

উঃ কুমায়ন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গার উৎপত্তি।

6. গঙ্গার উচ্চগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত?

উঃ গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত।

7. গঙ্গার মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত?

উঃ হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত।

8. গঙ্গার নিম্নগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত?

উঃ বিহারের রাজমহল থেকে মোহনা পর্যন্ত।
Click here to download Geography Gk In Bengali 

 ভূগোলের অন্যান্য গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর 
Geography Gk In Bengali Geography Gk In Bengali Reviewed by job guide on March 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.